অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় শুরু হয়েছে ডিজিটাল সাক্ষ্য প্রমাণের ব্যবহার বিষয়ক কর্মশালা


যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ আয়োজনে সোমবার ঢাকায় শুরু হয়েছে আদালতে ডিজিটাল সাক্ষ্য প্রমাণের ব্যবহার বিষয়ক সংলাপ শীর্ষক চার দিনের এক কর্মশালা।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ আয়োজনে সোমবার ঢাকায় শুরু হয়েছে আদালতে ডিজিটাল সাক্ষ্য প্রমাণের ব্যবহার বিষয়ক সংলাপ শীর্ষক চার দিনের এক কর্মশালা।

যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে কর্মশালাটি পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রের দুইজন ফেডারেল বিচারক ও তিনজন ফেডারেল কৌসুলি, যুক্তরাজ্যের একজন ফৌজদারি বিচার বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আইনের অধ্যাপক।

বিশেষ পরিস্থিতিতে বর্তমানে ডিজিটাল সাক্ষ্যপ্রমাণ অনুমোদিত বাংলাদেশের এমন কিছু ট্রাইব্যুনাল থেকে আমন্ত্রিতরা এ কর্মশালায় অংশগ্রহণ করছেন বলে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় কর্মশালাটিতে বাংলাদেশের বিচারক এবং কৌসুলিদের আদালতে ব্যবহারের জন্য ডিজিটাল সাক্ষ্যপ্রমাণের সত্যমিথ্যা যাচাইয়ের মত মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এবং ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন কর্মশালার উদ্বোধন করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



XS
SM
MD
LG