জাতিসংঘের সাধারণ পরিষদে কাশ্মির বিবাদের বিষয়টি উত্থাপন না করার জন্য আজ ভারত চীনের প্রতি আহ্বান জানিয়েছে। ভারত বলছে এটি ভারত ও পাকিস্তানের মধ্যে নিতান্তই দ্বিপাক্ষিক বিষয়। সরকার আজ এ সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করে। এর একদিন আগেই চীন কাশ্মিরে জাতিসংঘের পর্যবেক্ষণ মিশনের কাজের পর্যালোচনা করার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি অনুরোধ জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমার নতুন দিল্লিতে সংবাদদাতাদের বলেন, কাশ্মিরের ব্যাপারে চীনের উচিৎ হবে আন্তর্জাতিক ঐকমত্যের উপর আলোকপাত করা এবং জাতিসংঘে তা উত্থাপন করা থেকে বিরত থাকা। ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের অধিকাংশ দেশগুলোই ভারত ও পাকিস্তানের প্রতি এই উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে এবং নিজেদের বিবাদ নিস্পত্তি নিজেদেরই করতে বলেছে।
তবে গতকালই জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত বিতর্কিত কাশ্মির অঞ্চল নিয়ে সংঘাত আরও বৃদ্ধির ব্যাপারে সতর্ক করে দিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে চীনের ডাকা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক, উভয় দেশকে সংলাপের মাধ্যমে বিবাদ নিস্পত্তিতে সাহায্য করতে পারে। কুমার বলেন ভারত বিষয়টি নিয়ে অতীতে চীনের সঙ্গে আলোচনা করেছে।
সর্বসাম্প্রতিক উত্তেজনা দেখা যায় যখন গত ৫ই আগস্ট ভারতের হিন্দু জাতীয়তাবাদী নেতৃত্বাধীন সরকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মিরের আধা-স্বায়ত্বশাসনের মর্যাদা বাতিল করে দেয়।
এদিকে আজই ভারতের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে এ বছরে আরও পরের দিকে ভারতে আয়োজিত Shanghai Cooperation Organization ‘এর সরকার প্রধানদের ১৯তম বৈঠকে ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানাবে।