মাদকের অভিযোগে রাশিয়ার কারাগারে বন্দি ইসরাইলি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নারীর আইনজীবী বৃহস্পতিবার কারাগার থেকে মুক্ত হওয়ার খবর দিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার নামা ইসাচরকে ক্ষমা ও মুক্ত করার জন্য একটি আদেশে স্বাক্ষর করেন। ভারত থেকে ইসরাইল যাওয়ার পথে মস্কোর বিমানবন্দরে যাত্রা-বিরতির সময় তার ব্যাগে নয় গ্রাম গাঁজা পাওয়া যায়। নিউ জার্সিতে জন্মগ্রহণ করা ইসাচরকে গত বছর গ্রেপ্তার করা হয়েছিল।
গত সপ্তাহে একটি অনুষ্ঠানে ইসাচরের মায়ের সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের দেখা হলে, মায়ের মাধ্যমে তিনি ক্ষমা প্রার্থনা করেন। পুতিন ইশাচারের মাকে আশ্বাস দিয়েছিলেন এবং বলেছিলেন 'সব ঠিক হয়ে যাবে।' ইসরাইল এর আগে এই সাজাটিকে "অসামঞ্জস্য" বলে নিন্দা করেছিল। বৃহস্পতিবার পুতিনের সাথে সাক্ষাত করতে যাওয়া ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ক্ষমাকে স্বাগত জানিয়েছেন।