অ্যাকসেসিবিলিটি লিংক

বাশিরকে আইসিসির কাছে হস্তান্তর করতে রাজী হয়েছে সুদান সরকার


সুদানের অন্তর্বর্তীকালীন সরকার সাবেক প্রেসিডেন্ট ওমার আল বাশিরকে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে হস্তান্তর করতে রাজী হয়েছে। মঙ্গলবার দক্ষিণ সুদানের রাজধানীতে সুদানের সরকার এবং দারফুর অঞ্চলের বিদ্রোহী বাহিনীর বৈঠকের পর এই খবর প্রকাশ করা হয়।

ভয়েস অফ আমেরিকার আফ্রিকা বিভাগকে দেয়া এক সাক্ষাৎকারে বিদ্রোহী গোষ্ঠী জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি মুভমেন্টের প্রতিনিধি আহমেদ তুগুদ জানান, চার অভিযুক্ত সুদানি নাগরিককে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর বিষয়টিতে উভয় পক্ষই সম্মত হয়েছে। তবে যুদ্ধরত বাহিনীদের সঙ্গে পুরনাঙ্গ একটি শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত এই চারজনকে হস্তান্তর করা হবেনা।

XS
SM
MD
LG