অ্যাকসেসিবিলিটি লিংক

বোকো হারাম হামলায় হাজারো মানুষ বাস্তুচ্যুত


বোকো হারাম জঙ্গিদলের হামলায় গত তিন মাসে নাইজেরিয়া সংলগ্ন ক্যামেরুনের উত্তর সীমান্তে ৩,০০০ এরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে। কর্তৃপক্ষ বলছে নাইজেরিয়ান ইসলামপন্থি জঙ্গিরা বাড়িঘর এ আগুন দিয়েছে, অপহরণ, ধর্ষণ এবং লুটপাট করেছে, যা গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। ভয়েস অফ আমেরিকার সাংবাদিক মকি এডউইন কিন্ডজেকা নাইজেরিয়া সীমান্তের কাছে অবস্থিত উত্তর ক্যামেরুন এর মোরা শহর থেকে খবরটি জানিয়েছেন।

সাতাশ বছর বয়সী ক্যামেরোনিয়ান আলিদা মানোদি বোকো হারাম থেকে পালিয়ে গিয়েছিলেন। এখন তিনি নাইজেরিয়ার সীমান্তের উত্তরাঞ্চলীয় শহর মোড়ায় মুসলিম মহিলাদের অ্যাসোসিয়েশন থেকে সহায়তা পাচ্ছেন।

গত সপ্তাহে, তিনি তৌসকি সীমান্তবর্তী গ্রামে পালাতে সক্ষম হন, যেখানে ইসলামপন্থি জঙ্গিরা তাকে যৌনদাসী হিসাবে ধরেছিল।

বোকো হারাম সন্ত্রাসীরা গত ১১ বছর ধরে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ইসলামী খেলাফত গঠনের জন্য লড়াই করে আসছিল, তবে আক্রমণগুলি প্রতিবেশী ক্যামেরুন, চাদ এবং নাইজারে ছড়িয়ে পড়েছে।

২০১৪ সালে এ লড়াই ক্যামেরুন পর্যন্ত পৌঁছালে রাষ্ট্রপতি পল বিয়া জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন।

XS
SM
MD
LG