অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্পের কন্যা ও জামাতা ভারত সফরে তাঁর সঙ্গী হচ্ছেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কন্যা ও জামাতা আসন্ন ভারত সফরে তাঁর সঙ্গী হচ্ছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কন্যা ও জামাতা আসন্ন ভারত সফরে তাঁর সঙ্গী হচ্ছেন।

সোমবার ২৪শে ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের দু'দিনের ভারত সফর শুরু হচ্ছে। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তাঁর সঙ্গে আসছেন জানা ছিল, আজ জানা গিয়েছে ট্রাম্প কন্যা ইভাঙ্কা আর জামাতা জারেড কুশনারও সঙ্গী হচ্ছেন। উচ্চ পর্যায়ের এই সফরে প্রেসিডেন্টের প্রতিনিধিদলে আরও আছেন যুক্তরাষ্ট্রের অর্থসচিব স্টিভেন ম্নুচিন এবং বাণিজ্যসচিব উইলবার রস। প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা হিসেবেই কুশনারের এই প্রতিনিধিদলে থাকার কথা ছিল, তবে এতদিন তা ঠিক ছিল না। ঠিক হয়েছে, সোমবার দুপুর ১২টায় প্রেসিডেন্ট ট্রাম্প আমেদাবাদে নামবেন। মহাত্মা গান্ধীর সবরমতি আশ্রম হয়ে মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প পর্ব সেরে সাড়ে ৩টায় আগ্রা রওনা। সাড়ে ৪টায় আগ্রা পৌঁছে সূর্যাস্তের সময় তাজমহল দর্শন। সাড়ে ৬টায় দিল্লি রওনা। দ্বিতীয় দিন মঙ্গলবার পুরোটাই প্রেসিডেন্ট ট্রাম্প নানা সরকারি কর্মসূচিতে ব্যস্ত থাকবেন। সব সেরে রাত ১০টায় ওয়াশিংটন রওনা। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00



XS
SM
MD
LG