মিশরের দীর্ঘ সময়ের নেতা হোসনী মুবারক মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। রাষ্ট্রিয় টেলিভিশনে মঙ্গলবার তাঁর মৃত্যুর খবর প্রচার করা হয়।
২০১১ সালে ১৮ দিনের মুবারক বিরোধী বিক্ষোভের মাধ্যমে তাঁর ৩০ বছরের শাষনের অবসান ঘটে। মিশর বিমান বাহিনীর মাধ্যমে পেশা শুরু করে তিনি কমান্ডার এবং পরে প্রতিরক্ষা মন্ত্রী হন।
১৯৭৫ সালে মুবারককে প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের ডেপুটি হিসাবে নিয়োগ দেয়া হয়। ১৯৮১ সালে সাদাত আততায়ীর হাতে নিহত হবার সময় হোসনী মুবারক তাঁর পাশে ছিলেন।
পরে তিনি মিশরের প্রেসিডেন্ট হন। বিভিন্ন সময়ে সামরিক শাষন জারি করা এবং স্বৈর শাষক হিসাবে তিনি পরিচিত ছিলেন। তার শাষনের বিরুদ্ধে ২০১১ সালে মিশরে ব্যাপক বিক্ষোভ হয় এবং ২০১১ সালের ১১ই ফেব্রুয়ারী ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমার ঘোষণা করেন মুবারক পদত্যাগ করছেন এবং মিলিটারী সুপ্রিম কাউন্সিল দেশ পরিচালনা করবে। তিনি পরিবার নিয়ে রেড সী রিজোর্ট হোমে পালিয়ে যান।
পরে তিনি গ্রেফতার হন এবং ২০১২ সালে বিচারে তিনি হত্যার দায়ে অভিযুক্ত হন। ২০১৫ সালে মুবারক ও তার দুই পুত্রের বিরুদ্ধে ৩ বছরের জেল হয়। ৬ বছর সাজা খাটার পর তিনি ২০১৭ সালে ছাড়া পান।