অ্যাকসেসিবিলিটি লিংক

দিল্লি সহিংসতার জন্য বিজেপি সরকারকে দায়ী করেছেন মমতা


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিল্লির সহিংসতার জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করেছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিল্লির সহিংসতার জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করেছেন।

আজ সোমবার কলকাতায় তৃণমূল কংগ্রেস কর্মীদের এক সভায় মমতা বলেছেন, দিল্লিতে যে সাম্প্রদায়িক হাঙ্গামা হয়েছে তা "রাষ্ট্রীয় মদতে গণহত্যা" ছাড়া কিছু নয় এবং পুরোটাই পূর্ব পরিকল্পিত। বিজেপি সারা দেশে "গুজরাতের মডেলে দাঙ্গা বাধানোর চেষ্টা" করছে। মুখ্যমন্ত্রী বলেন, রবিবার কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় যাওয়ার পথে "গোলি মারো গদ্দারকো" স্লোগান দেওয়া হয়েছে। সেটা অন্যায় ও বেআইনি। এটা দিল্লি নয়, কলকাতা। কে গদ্দার বা বিশ্বাসঘাতক তা মানুষ বলবে। ওই বিচারের ভার তোমাকে কে দিয়েছে?

গতকাল মিছিলে যারা গোলি মারো ধ্বণি দিয়েছিল তাদের মধ্যে তিন জনকে কলকাতা পুলিশ চিহ্নিত করে গভীর রাতে বাড়ি থেকে তুলে এনে নিউ মার্কেট থানায় আটক করেছে। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00


XS
SM
MD
LG