অ্যাকসেসিবিলিটি লিংক

৭৫টি দেশের ৯৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে


করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। বিশ্বের ৭৫টি দেশের ৯৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং করোনা মহামারীর কারনে আগামী মাসে তার জাপান সফর বাতিল করেছেন।

করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। বিশ্বের ৭৫টি দেশের ৯৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং করোনা মহামারীর কারনে আগামী মাসে তার জাপান সফর বাতিল করেছেন।

করোনা ভাইরাসের উৎপত্তি চীনে। সাম্প্রতিক সময়ে দ্রুত ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। ভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে।

জাপানে শনাক্ত হয়েছে এক হজার জন। তাদের অনেকেই ক্রুজ শিপে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হন এবং ফিরে এসে জাহাজেই ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে থাকেন।

বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে ছড়ানোর আশংকায় জরুরী অবস্থা জারি করা হয়েছে।

চীনের পর ইটালী হচ্ছে সবচেয়ে আক্রান্ত দেশ। ৩ হাজার মানুষ আক্রান্ত এখানে। মারা গেছেন প্রায় শ’খানেক। ১৫ই মার্চ পর্যন্ত ইটালির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভারতে ৩১শে মার্চ পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সৌদী আরবে ওমরা বন্ধ ঘোষণা করা হয়েছে। সংযুক্ত আরব আমীরাত দেশের বাইরে না যওয়ার নির্দেশ দিয়েছে নাগরিকদেরকে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়ায় করোনা সবচেযে বেশি ছড়িয়েছে। ১১ জন মারা গেছেন ইতিমধ্যেই। অন্যান্য রাজ্যগুলোতে জরুরী ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নেয়া হয়েছে। বুধবার প্রতিনিধি পরিষদ করোনা ভাইরাস মোকাবেলায় ৮.৩ রবিলিয়ন ডলারের জরুরী তহবিল পাশ করেছে। সেনেটে পাশ হলে প্রেসিডেন্ট স্বাক্ষর করে তা করোনা প্রতিরোধে ব্যয় করা হবে।

ক্যালোফির্নিয়া গভর্ণর গেভিন নিউসম জরুরী অবস্থা ঘোষণা করেছেন। ওয়াশিংটন, ফ্লোরিডা ও হাওয়াইতেও জরুরী অবস্থা ঘোষণা করা হবে অচিরেই।

XS
SM
MD
LG