অ্যাকসেসিবিলিটি লিংক

ডেমোক্রটিক দলের প্রেসিডেন্ট প্রার্থি এখন জো বাইডেন এবং বার্নি স্যান্ডার্স


গত মঙ্গলবারের সুপার টুইসডের পর ডেমোক্রটিক দলের প্রেসিডেন্ট প্রার্থিতার প্রতিদ্বন্দ্বীতা দুই জনের মধ্যে নেমে এসেছে। প্রার্থীতার যুদ্ধ এখন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভার্মন্ট সেনেটর বার্নি স্যান্ডার্সের মধ্যে।

গত মঙ্গলবারের সুপার টুইসডের পর ডেমোক্রটিক দলের প্রেসিডেন্ট প্রার্থিতার প্রতিদ্বন্দ্বীতা দুই জনের মধ্যে নেমে এসেছে। প্রার্থীতার যুদ্ধ এখন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভার্মন্ট সেনেটর বার্নি স্যান্ডার্সের মধ্যে।

নিউইয়র্কের সাবেক মেয়র ধনকুবের মাইকেল ব্লুম্বার্গ মঙ্গলবারের আগের দিন পর্যন্তও আলোচনায় ছিলেন। বলা হচ্ছে তিনি ৬০০ মিলিয়ন ডলার প্রচারণায় ব্যায় করেছেন। সুপার টুইসডেতে তিনি জিতেছেন আমেরিকান ভূখন্ড সামোয়ায়। ব্লুম্বার্গ প্রার্থীতা প্রত্যাহার করে জো বাইডেনের সমর্থন করেছেন।

বাইডেন ১০টি রাজ্যে জিতেছেন সুপার টুইসডেতে। বার্নি স্যান্ডার্স জিতেছেন ক্যালিফোর্নিয়া, ইউটাহ ও কলোরাডোসহ ৪টি রাজ্যে।

জুলাইতে ডেমোক্রেটিক দলের জাতীয় কনভেনশন যাতে ডেলিগেটরা ভোট দিয়ে চুড়ান্ত করবেন দলীয় প্রার্থী।

XS
SM
MD
LG