ইসলামিক স্টেটের সঙ্গে মিলে সন্ত্রাসী হামলা করার পরিকল্পনার অভিযোগে যুক্তরাস্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিসৌরীর এক লোককে ২০ বছরের সাজা দিয়েছেন ফেডারেল আদালত।
রবার্ট লরেণ্জো হেস্টার নামের ঐ লোকটি সেপ্টেমস্বরে আদা্লতে দোষ স্বিকার করে। এফবিআইয়ের একজন আন্ডারকভার কর্মীর সঙ্গে মিলে এস্টার বোমা ও শশস্ত্র হামলার পরিকল্পনা করেছিল বেলে আদালতের রায়ে বলা হয়।
হেস্টারের সামাজিক মাধ্যমের সাইটে যুক্তরাস্ট্র বিরোধী নানা তথ্য পাওয়া যায় ওবং ইসলামিক স্টেটের পতাকা পাওয়া যায়।