অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ সফর বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর আসন্ন বাংলাদেশ সফর বাতিল করে দিয়েছেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর আসন্ন বাংলাদেশ সফর বাতিল করে দিয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উৎসবের সূচনা উপলক্ষে আগামী ১৭ই মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য বাংলাদেশ বর্ষব্যাপী বঙ্গবন্ধু উৎসব স্থগিত রাখার কথা ঘোষণা করেছে। তা সত্ত্বেও অবশ্য মোদীর সফরে বাধা ছিল না, কারণ ঠিক হয়েছিল উদ্বোধন অনুষ্ঠানের পরে মোদী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসবেন এবং ভারতে প্রবর্তিত এনআরসি ও সিএএ-র ব্যাপারে বাংলাদেশের যে ক্ষোভ রয়েছে তা দূর করার জন্য আলোচনা করবেন। এদিকে দিল্লিতে সাম্প্রতিক সাম্প্রদায়িক হিংসাত্মক ঘটনাবলীর প্রতিবাদে ঢাকায় বিপুল মোদী বিরোধী বিক্ষোভ দেখানো হয়েছে। বিক্ষোভকারীরা মোদীর আমন্ত্রণ প্রত্যাহার করারও দাবি জানান। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

খান যদিও আশ্বাস দিয়েছিলেন যে ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তার সব রকম ব্যবস্থা করা হয়েছে, তবু আজ ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে, করোনার কারণে সফর বাতিল করা হলো।

দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা


XS
SM
MD
LG