অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বব্যাপী করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রনে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে


করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশংকায় করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রনে বিভিন্ন দেশ নানা ধরনের ব্যবস্থা নিচ্ছে। ভাইরাস যেনো ছড়িয়ে না পড়ে সেজন্য ভ্রমন নিষেধাজ্ঞাসহ করোনা নিয়ন্ত্রনের বিভিন্ন ধরনের সচেতনতা কর্মসূচী নেয়া হচ্ছে।

করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশংকায় করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রনে বিভিন্ন দেশ নানা ধরনের ব্যবস্থা নিচ্ছে। ভাইরাস যেনো ছড়িয়ে না পড়ে সেজন্য ভ্রমন নিষেধাজ্ঞাসহ করোনা নিয়ন্ত্রনের বিভিন্ন ধরনের সচেতনতা কর্মসূচী নেয়া হচ্ছে।

বুধবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষনে যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিদেশিদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। সম্প্রতি যারা ইউরোপের শেনজেন অঞ্চল সফর করেছেন তাদের ওপরও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন।

ইউরোপিয়ন ইউনিয়নভুক্ত দেশ, ভারত পাকিস্তান, সুদান ও কেনিয়া থেকে আসা ও সেসব দেশে যাওয়ার বিষয়ে সৌদী আরব নিষেধাজ্ঞা জারি করেছে।

এল সালভাদর সকল ধরনের বিদেশি প্রবেশ নিষিদ্ধ করেছে। গুয়াতেমালা, ইউরোপ চীন ইরান উত্তর ও দক্ষিন কোরিয়ার ওপর ভ্রমন নিষেধাজ্ঞা জারি করেছে।

কলম্বিয়া ও পেরু চীন ইটালী ফ্রান্স ও স্পেনে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি ঘোষণা করেছে।

হু’র হিসাব অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪ হাজার ৬০০। আক্রান্ত ১ লাখ ২৫ হাজার।

XS
SM
MD
LG