অ্যাকসেসিবিলিটি লিংক

করোনা ভাইরাসের হুমকি মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় সহযোগিতার আহবান


করোনা ভাইরাসের হুমকি মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় একে অপরের সাথে সমন্বয় এবং সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে সদস্য রাষ্ট্র সমূহের শীর্ষ নেতারা তাঁদের মতামত তুলে ধরেছেন।

রোববার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এক ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে সার্কের শীর্ষ নেতারা তাদের এ সংক্রান্ত মতামত গুলো তুলে ধরেন । বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে বলেন করোনা মহামারির চ্যালেঞ্জে মোকাবেলায় সার্ক ভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং সমন্বয় করতে হবে সার্ক ভুক্ত দেশগুলোর সম্মিলিত সামর্থ্য, অভিজ্ঞতা ও সম্পদ। শেখ হাসিনা বলেন বাংলাদেশ তার অভিজ্ঞতা এবং কার্যক্রম সার্ক-ভুক্ত দেশগুলোর সঙ্গে শেয়ার করতে প্রস্তুত রয়েছে।

ভিডিও কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যোগ দেন ভারত, আফগানিস্তান, নেপাল , ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার রাষ্ট্র ও সরকার প্রধানরা। পাকিস্তানের পক্ষে ছিলেন দেশটির প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা।


XS
SM
MD
LG