অ্যাকসেসিবিলিটি লিংক

করোনায় ২ শিশুসহ তিন আক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ


শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

বাংলাদেশে নতুন করে আরো তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুইজন শিশু। একজন নারী। শিশুদের বয়স দশ বছরের নিচে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানিয়েছেন।
ডা. মীরজাদী জানান, গত ২৪ ঘন্টায় আরো দশ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা উদ্বেগ বাড়ায় ১৮ই র্মাচ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের স্বিদ্ধান্ত জানান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব পরীক্ষা ৩১শে মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। কোচিং সেন্টারগুলোও বন্ধ রাখার কথা বলা হয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল,ঘরোয়া সকল খেলা স্থগিতের নির্দেশ দিয়েছেন। ইউরোপ থেকে বিমান চলাচলের নিষেধাজ্ঞার মধ্যে করোনা ভাইরাস আক্রান্ত ইতালি থেকে ৯৬ যাত্রী নিয়ে দেশে অবতরন করেছে কাতার এয়াওয়েজের একটি ফ্লাইট। দেশে সব সিনেমাহল বন্ধ ঘোষনা করা হয়েছে। গ্রামীন ফোন, বাংলালিংকের কর্মকর্তা, কর্মচারীদের কাল থেকে ৩১শে মার্চ পর্যন্ত বাড়ি থেকেই কাজ করতে বলা হয়েছে। ওদিকে পররাষ্ট্র মন্ত্রী ড.একে আব্দুল মোমেন ঢাকায় অবস্থানরত বিদেশী কূটনীতিকদের কাছে সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। তার ভাষায়, করোনা বিশ্বকে পঙ্গু করতে চলেছে। এই অবস্থায় আমাদের সবাইকে এক সঙ্গে দাড়ানো উচিৎ। এই সংকটময় মুহূর্তে পারস্পরিক সহযোগিতা করার উপর মন্ত্রী তাগিদ দেন।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

please wait

No media source currently available

0:00 0:02:30 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG