অ্যাকসেসিবিলিটি লিংক

বেকার হয়ে পড়েছে মুন্দ্রণ শিল্পের সাথে জড়িত শতশত শ্রমিক


খটখট শব্দে বছরজুড়েই মুখর থাকতো বগুড়ার মুন্দ্রণপল্লী। করনোর আঘাত এখন অনেটাই নিঃশব্দ করেছে এই পল্লীকে। কাজের আশায় সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করেও অনেক সময় কাজের দেখা মেলে না। এতে কর্মচারিদের বেতন দেয়া অসম্ভব হয়ে পড়েছে মালিকদের। অপর দিকে চলমান করোনা মহামারির ফলে অধিকাংশ প্রেস বন্ধ হয়ে পড়েছে। ফলে বেকার হয়ে পড়েছে মুন্দ্রণ শিল্পের সাথে জড়িত শতশত শ্রমিক। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।

XS
SM
MD
LG