অ্যাকসেসিবিলিটি লিংক

মুনের প্রতিশ্রুতি :উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ আবার শুরু হবে


দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন তার শেষ বছরটি কোরিয়ান উপদ্বীপে স্থায়ী শান্তি বজায় রাখার প্রয়াসে কাজ করে যাবার প্রতিশ্রুতি দিয়েছেন।

সোমবার সোওল থেকে জাতীয় ভাবে সম্প্রচারিত টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট মুন বলেন যে তাঁর একক পাঁচ বছরের মেয়াদে এই শেষ বছর হতে পারে "অসম্পূর্ণ শান্তি চুক্তি থেকে অপরিবর্তনীয়,দৃঢ় একটি চুক্তির দিকে পৌঁছানোর শেষ সুযোগ।"

মুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের "নমনীয়, ধীর এবং ব্যবহারিক" কুটনৈতিক পদ্ধতির মাধ্যমে পরমাণু নিরস্ত্রীকরনের নীতিকে সমর্থন করেন। বাইডেনের বৈদেশিক নীতি বিষয়ক দলটি উত্তর কোরিয়ার অচলাবস্থার একটি পর্যালোচনা করার পর, কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে তারা এই পর্যালোচনার উপর ভিত্তি করে, উত্তর কোরিয়াকে, পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছেড়ে দেওয়ার জন্য প্রণোদিত করার ক্রমশই বর্ধিত পদক্ষেপ নেবে।

দক্ষিণ কোরিয়ার নেতা বলেছেন যে, ২১ শে মে ওয়াশিংটনে বাইডেনের সাথে তার আসন্ন সম্মেলনের লক্ষ্য হল “দুই কোরিয়া এবং যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার সংলাপ আবার শুরু করা।

XS
SM
MD
LG