অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ দলের ইরানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ


International Atomic Energy Agency (IAEA) Director General Rafael Grossi speaks at a news conference at IAEA headquarters in Vienna, Austria, June 7, 2021.
International Atomic Energy Agency (IAEA) Director General Rafael Grossi speaks at a news conference at IAEA headquarters in Vienna, Austria, June 7, 2021.

জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার প্রধান ইরানের অঘোষিত পারমাণবিক স্থানগুলোতে ইউরেনিয়াম কণা সনাক্ত হওয়া সম্পর্কে প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হওয়ার জন্য ইরানকে অভিযুক্ত করেছেন।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি কয়েক বছর ধরে ইরানকে, তিনটি জায়গায় পাওয়া ইউরেনিয়াম কণাগুলি সম্পর্কে ইরানের জবাব পাওয়ার চেষ্টা করছেন। ইরানের পারমাণবিক কর্মসূচির সাথে এগুলোর সম্পৃক্ত থাকার সম্ভাবনা রয়েছে।

গ্রোসি বলেন, ইরানের সুরক্ষা সম্পর্কিত ঘোষণার শুদ্ধতা এবং সম্পূর্ণতা বিষয়ে এই সংস্থার প্রশ্নের জবাব দেবার ব্যাপারে কোন রকম অগ্রগতি সাধিত না হওয়ায় , ইরানের পরমাণু কর্মসূচীর শান্তিপূর্ণ প্রকৃতি সম্পর্কে কোন রকমের নিশ্চয়তা প্রদানের ব্যাপারে এই সংস্থার সক্ষমতা গুরুতর ভাবে ব্যাহত হচ্ছে।

XS
SM
MD
LG