অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস সোমবার ঘোষণা দিয়েছেন যে ২০শে জুলাই তিনি এবং তাঁর ভাই তার মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের প্রথম মানববাহী মহাকাশযানের মাধ্যমে পাড়ি জমাবেন মহাকাশে।
বেজস তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ঘোষণাটি করেন যাতে তার শৈশবের একটি ভিডিও অন্তর্ভুক্ত ছিল। তিনি লিখেছেন, "আমার বয়স যখন পাঁচ বছর, তখন থেকেই আমি মহাকাশে ভ্রমণের স্বপ্ন দেখেছিলাম। ২০ শে জুলাই, আমি আমার ভাইয়ের সাথে সেই যাত্রা করব। আমার সবচেয়ে ভাল বন্ধুর সাথে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার।”
২০শে জুলাই হচ্ছে সেদিন, যেদিন প্রথম মানুষ চাঁদে পা রেখেছিল। এবছর অ্যাপোলো ১১ এর চাঁদে অবতরণের ৫২ তম বার্ষিকী পালন হবে।
ব্লু অরিজিন সংস্থার, এই নিউ শেপার্ড স্পেস মহাকাশ যানটির একটি যাত্রীর আসন নিলামে দিয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, ১৪৩ টি দেশের প্রায় ৬০০০ মানুষের নীলামের ডাক ২.৮ মিলিয়ন অর্থাত্ ২৮ লক্ষ ডলারে পৌঁছেছে। ক্যাপসুলটিতে ছয়জন যাত্রী বহন করার ক্ষমতা রয়েছে ।