অ্যাকসেসিবিলিটি লিংক

বঙ্গোপসাগর থেকে ১৭ জেলে উদ্ধার


বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া “তামান্না মুন্সি-৮” নামের ফিশিংবোট সহ ১৭ জন জেলেকে মঙ্গলবার মধ্যরাতে নৌবাহিনীর জাহাজ “অনুসন্ধান” কুতুবদিয়া হতে ৫ মাইল অদূরে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে । ছবি: আইএসপিআর
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া “তামান্না মুন্সি-৮” নামের ফিশিংবোট সহ ১৭ জন জেলেকে মঙ্গলবার মধ্যরাতে নৌবাহিনীর জাহাজ “অনুসন্ধান” কুতুবদিয়া হতে ৫ মাইল অদূরে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে । ছবি: আইএসপিআর

বঙ্গোপসাগরে একটি বিকল বোটে ৩দিন ধরে ভাসছিলেন ১৭ জন জেলে। কক্সবাজারের কুতুবদিয়া থেকে প্রায় ৫ মাইল অদূরে “তামান্না মুন্সী-৪” নামক ফিশিং বোটটির ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। কোন উপায় না দেখে বোটের মাঝি ফোন করেন জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে। এরপর নৌবাহিনী সাড়া দেয় ।  

বঙ্গোপসাগরে একটি বিকল বোটে ৩দিন ধরে ভাসছিলেন ১৭ জন জেলে। কক্সবাজারের কুতুবদিয়া থেকে প্রায় ৫ মাইল অদূরে “তামান্না মুন্সী-৪” নামক ফিশিং বোটটির ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। কোন উপায় না দেখে বোটের মাঝি ফোন করেন জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে। এরপর নৌবাহিনী সাড়া দেয় ।

বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, জরুরী সেবা থেকে নৌবাহিনীকে জানানো হলে সমুদ্রে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনীর জাহাজ অনুসন্ধান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোটসহ জেলেদের উদ্ধার করে। বুধবার সকালে উদ্ধারকৃত জেলেদের নৌকার মালিকের কাছে হস্তান্তর করা হয়।

গত ১লা আগষ্ট ১৭ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা করেছিল।

XS
SM
MD
LG