অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্ক ইরান-সীমান্তে ৩০০ আফগান শরণার্থীকে আটক করেছে


তুরস্ক কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনী ইরান সীমান্ত দিয়ে তুরস্কে ঢোকার চেষ্টা করা প্রায় ৩০০ অভিবাসীকে মঙ্গলবার আটক করেছে, যাদের বেশিরভাগই আফগান। মহিলা ও শিশুসহ ঐ দলটিকে একটি বড় ট্রাকের মধ্যে পাওয়া যায়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তান থেকে ইরান হয়ে তুরস্কে ঢোকা অভিবাসীর ঢল নামার সম্ভাবনা নতুন করে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ তৈরী হয়েছে। আর এর কারন আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী প্রত্যাহারের ফলে আফগান সরকার ও তালেবানের মধ্যে সহিংসতা বৃদ্ধি পাওয়া।

গত জুন মাসে তুরস্ক, আফগানিস্তান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা, জ্বালানী ও অভিবাসন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। কিন্তু তুরস্কের কূটনৈতিক সুত্রগুলো বলছে, আফগানিস্তান থেকে অভিবাসনের বিষয়ে আঙ্কারা ও তেহরানের মধ্যে কোন সুনির্দিষ্ট কর্মপদ্ধতি নেই। (রয়টার্স)

XS
SM
MD
LG