অ্যাকসেসিবিলিটি লিংক

রুশ সরকারের সমালোচক নাভালনির দুই সমর্থকের বিরুদ্ধে মামলা


রুশ সরকারের সমালোচক আলেক্সি নাভালনি, লিউবভ সোবোল এবং ইভান ঝদানভ, রুশ সরকার বিরোধী রাজনীতিক বরিস নেমতসভ হত্যার ৫ বছর পূর্তি উপলক্ষে একটি সমাবেশে অংশ নেন। ২৯ ফেব্রুয়ারী, ২০২০, মস্কো।
রুশ সরকারের সমালোচক আলেক্সি নাভালনি, লিউবভ সোবোল এবং ইভান ঝদানভ, রুশ সরকার বিরোধী রাজনীতিক বরিস নেমতসভ হত্যার ৫ বছর পূর্তি উপলক্ষে একটি সমাবেশে অংশ নেন। ২৯ ফেব্রুয়ারী, ২০২০, মস্কো।

রাশিয়া, কারাবন্দি ক্রেমলিনের সমালোচক আলেক্সি নাভালনির দুই নির্বাসিত সমর্থকের বিরুদ্ধে একটি অপরাধ তদন্ত শুরু করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা কর্তৃপক্ষ কর্তৃক "চরমপন্থী" হিসেবে বিবেচিত সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করছে।

রাশিয়া, কারাবন্দি ক্রেমলিনের সমালোচক আলেক্সি নাভালনির দুই নির্বাসিত সমর্থকের বিরুদ্ধে একটি অপরাধ তদন্ত শুরু করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা কর্তৃপক্ষ কর্তৃক "চরমপন্থী" হিসেবে বিবেচিত সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করছে।

১০ই আগস্ট তদন্ত কমিটি এক বিবৃতিতে বলে যে লিওনিড ভলকভ এবং ইভান ঝদানভ এবং কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

আইন প্রয়োগকারী সংস্থার মতে, আগস্ট মাসে ইন্টারনেটে প্রকাশিত একটি ভিডিও প্রকাশিত হবার পর এই মামলা করা হয়, যেখানে ভলকভ এবং ঝদানভ "তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যাওয়ার এবং সংগঠিত তহবিল সংগ্রহের ঘোষণা দিয়েছেন।"

এই অভিযোগে সর্বোচ্চ আট বছরের কারাদণ্ড হয়ে থাকে।

XS
SM
MD
LG