অ্যাকসেসিবিলিটি লিংক

প্রতিশোধ না নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরও বিক্ষোভে তালিবানের হামলা


জালালাবাদে আফগান পতাকা বহন করে একটি তালিবান বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে বিক্ষোভকারীরা। ১৮ই আগস্ট, ২০২১ । ছবি-প্যাজহক আফগান নিউজ, রয়টার্স থেকে সরবরাহকৃত
জালালাবাদে আফগান পতাকা বহন করে একটি তালিবান বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে বিক্ষোভকারীরা। ১৮ই আগস্ট, ২০২১ । ছবি-প্যাজহক আফগান নিউজ, রয়টার্স থেকে সরবরাহকৃত

ইসলামপন্থী গোষ্ঠী "যুদ্ধ শেষ" এবং প্রতিশোধ নেওয়া হবে না এরকম ঘোষণার একদিন পর, দেশের পূর্বাঞ্চলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার খবর আসে। এবং এখনো তালিবানরা আফগানিস্তানে ক্ষমতা সংহত করার চেষ্টা করছে। 

ইসলামপন্থী গোষ্ঠী "যুদ্ধ শেষ" এবং প্রতিশোধ নেওয়া হবে না এরকম ঘোষণার একদিন পর, দেশের পূর্বাঞ্চলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার খবর আসে। এবং এখনো তালিবানরা আফগানিস্তানে ক্ষমতা সংহত করার চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বুধবার জালালাবাদ শহরে একদল বিক্ষোভকারী তালিবান পতাকা নামিয়ে আফগান জাতীয় পতাকা টাঙ্গানোর চেষ্টা করলে, তালিবান বিদ্রোহীরা মানুষকে লাঠিসোটা দিয়ে মারধর করে এবং শূন্যে গুলি ছোড়ে। এতে কমপক্ষে তিনজন নিহত এবং আরো অনেকে আহত হয়েছে। এ বিষয়ে তালিবান কোনো মন্তব্য করেনি।

মঙ্গলবার তালিবান ইসলামী আইন মেনে নারীর অধিকারকে সম্মান করার এবং “অন্তর্ভুক্তিমূলক ইসলামী” সরকার গঠনের অঙ্গীকার করেছে।

ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র বলেছে যে তারা আফগানিস্তানের জন্য একটি সমন্বিত কৌশল তৈরির লক্ষ্যে অন্যান্য দেশের সাথে কাজ করবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় আফগানিস্তানের নীতি নির্ধারণ বিষয়ে মিত্র এবং গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে অব্যাহত ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তার বিষয় উঠে এসেছে।

তাছাড়াও শরণার্থী এবং আফগান জনগোষ্ঠির জন্য বিশ্ব সম্প্রদায় কিভাবে আরও মানবিক সহায়তা প্রদান করতে পারে, এ বিষয়েও আলোচনা হয়েছে। বরিস জনসন এবং জো বাইডেন এই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে জি-সেভেন নেতাদের সাথে একটি বৈঠক করতে সম্মত হয়েছে।

XS
SM
MD
LG