পিউ রিসার্চ সেন্টারের মতে চুয়ান্ন শতাংশ অর্থাৎ অর্ধেকেরও বেশি প্রাপ্তবয়স্ক আমেরিকান বিশ্বাস করেন যে আফগানিস্তান থেকে ২০ বছর ধরে যুদ্ধ করার পর যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত "সঠিক" ছিল।
প্রায় বিয়াল্লিশ শতাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকান সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত "ভুল" ছিল বলেছেন।
আফগানিস্তান থেকে সেন প্রত্যাহারের আগে আগস্ট মাসের ২৩ থেকে ২৯ তারিখের মধ্যে এই জরিপটি চালানো হয়। ঊনসত্তর শতাংশ উত্তরদাতা বলেছেন,যুক্তরাষ্ট্র মূলত আফগানিস্তানে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
প্রায় এক চতুর্থাংশ অর্থাৎ ছাব্বিশ শতাংশ বলেছেন যে "আফগানিস্তানের পরিস্থিতি পরিচালনায়" বাইডেন প্রশাসন “অত্যন্ত ভাল" অথবা "ভাল" কাজ করেছেন। ঊনত্রিশ শতাংশ বলেছেন যে প্রশাসন "মোটামুটি ভাল" কাজ করেছেন এবং বেয়াল্লিশ শতাংশ বলেছে, প্রশাসনের কাজ সন্তোষজনক নয়।
এসোসিয়েটেড প্রেস এবং রয়টার্স থেকে প্রতিবেদনের কিছু তথ্য নেওয়া হয়েছে