অ্যাকসেসিবিলিটি লিংক

গবেষণা বলছে ধূমপায়ীদের কোভিড-১৯-এ অসুস্থ অথবা মৃত্যুর ঝুঁকি বেশি


ফাইল ফটোঃ ১৭ই মার্চ, ২০২১ বিশ্বে সর্বোচ্চ ধূমপায়ীদের সংখ্যা জর্ডানে

ব্রিটেনের একটি নতুন গবেষণায় দেখা গেছে যে ধূমপায়ীদের কোভিড-১৯ থেকে গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা এবং এই রোগে মারা যাওয়ার সম্ভাবনাও বেশি। ইউকে বায়োব্যাংকের জিন গবেষণা দলের বিজ্ঞানীরা ধূমপান এবং ঐ ভাইরাসে গুরুতরভাবে অসুস্থ হওয়ার মধ্যে যোগসূত্র সনাক্ত করার লক্ষ্যে ২০২০ সালের জানুয়ারি থেকে আগস্ট মাসের মধ্যে চার লক্ষ কুড়ি হাজারেরও বেশি স্বেচ্ছাসেবককে পর্যবেক্ষণ করেছেন এবং তাদের প্রাইমারি কেয়ারের রেকর্ড বা প্রাথমিক চিকিৎসকের রেকর্ড,কোভিড-১৯এর নমুনা পরীক্ষার ফলাফল, হাসপাতালে ভর্তির তথ্য এবং মৃত্যুর সার্টিফিকেট থেকে তথ্য সংগ্রহ করেছেন।

মেডিকেল জার্নাল থোরাক্সে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে যে বর্তমান ধূমপায়ীদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা ৮০শতাংশ বেশি এবং কোভিড-১৯এ মারা যাওয়ার সম্ভাবনা বেশি। গবেষকরা মেন্ডেলিয়ান রেন্ডমাইজেশন নামে একটি কৌশল ব্যবহার করে দেখেন কোন নির্দিষ্ট জিনের কারণে ঝুঁকি বাড়ে কিনা। যা ঐ একই জিনের কারণে কিছু মানুষের মধ্যে প্রচুর ধূমপান করার সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে।গবেষকেরা এই দুই-এর মাঝে একটি কার্যকরণ সম্পর্কের প্রমাণ অনুসন্ধান করেন। গবেষণায় বলা হয়েছে যে কেউ কেউ জিনগত কারণেধূমপান বেশী করেন আর তাদের মধ্যে সংক্রমণের ঝুঁকি ছিল ৪৫ শতাংশ এবং কোভিড-১৯ সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৬০শতাংশ বেশি ছিল।

জাপানে কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ধীরে ধীরে কমে যাওয়ার সাথে সাথে দেশটির সরকার বৃহস্পতিবার থেকে সমগ্র জাতির জন্য কোভিড-১৯ সম্পর্কিত সমস্ত জরুরী ব্যবস্থা তুলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

কোভিডের নতুন ধরণের সংক্রমণ ডেল্টা ভেরিয়েন্টের কারণে এপ্রিল মাস থেকে জাপানে জরুরী অবস্থা জারি করা হয়েছিল যা টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসের সময়ও স্থায়ী ছিল। কর্মকর্তারা বলছেন, সরকার জরুরী হুকুমনামার পরিবর্তে কোভিড-১৯ প্রশমন পরিকল্পনা চালু করবে। যেমন টিকার পাসপোর্ট এবং করোনাভাইরাস নমুনা পরীক্ষা।

জনস হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টারের মতে [[https://coronavirus.jhu.edu/region/japan]] জাপানের ৫৭ শতাংশ নাগরিক সম্পূর্ণ টিকা নেওয়ার কারণে দেশব্যাপী জরুরী অবস্থা তুলে নেওয়া হচ্ছে। করোনা সংক্রমণ যখন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল তখন প্রতিদিন সংক্রমণের সংখ্যা ছিল ২৫ হাজার, সেটা এখন নেমে দাঁড়িয়েছে দুই হাজারের নীচে। প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নতুন পরিকল্পনাটি ঘোষণা করবেন।

কিছু তথ্য রয়টার্স বার্তা সংস্থা থেকে নেয়া হয়েছে

XS
SM
MD
LG