অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের সঙ্গে যুক্তরাষ্টের বাণিজ্য নিয়ে 'খোলাখুলি' আলোচনা


ফাইল ফটো: ক্যাথরিন সি তাই ওয়াশিংটনে সেনেট অর্থ কমিটির সামনে সাক্ষ্য দিয়েছেন
রয়টার্স
ফাইল ফটো: ক্যাথরিন সি তাই ওয়াশিংটনে সেনেট অর্থ কমিটির সামনে সাক্ষ্য দিয়েছেন রয়টার্স

বাণিজ্য বিষয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ আলোচক বলেছেন, গত বছর থেকে চীন তার বাণিজ্য সম্পর্কে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে এবং ওয়াশিংটন বেইজিংয়ের সঙ্গে অচিরেই "খোলামেলা আলোচনা” করবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ক্যাথরিন তাই সোমবার ওয়াশিংটনে এক ভাষণে বলেন, " কৃষিখাতসহ আমেরিকান কিছু শিল্পকে লাভজনক করার যে প্রতিশ্রুতি চীন দিয়েছিল তা আমাদের অবশ্যই প্রয়োগ করতে হবে।"

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ডট্রাম্পের প্রশাসনের সময় ফেজ ওয়ান বাণিজ্য চুক্তির অংশ হিসাবে চীন যুক্তরাষ্ট্র থেকে অতিরিক্ত ২০ কোটি ডলারের পণ্য ক্রয় করতে প্রতিশ্রুতি দিয়েছিল।

তাই বলেন, চীন যে পরিমাণ পণ্য ক্রয়ের প্রতিশ্রুতি দিয়েছিল তা অনেক কমে গিয়েছে। তাই বলেন, তিনি চীনের শীর্ষ বাণিজ্য আলোচক ভাইস প্রেসিডেন্ট লিউ হি'র সঙ্গে বিষয়টি পর্যালোচনা করার জন্য বৈঠক করবেন।

সোমবারের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে তাই বলেন, "সর্বোপরি আমাদের অর্থনৈতিক স্বার্থে অবশ্যই আমাদের রক্ষামূলক ভূমিকা নিতে হবে।"

XS
SM
MD
LG