অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ সিরিয়ায় আমেরিকান সেনা চৌকিতে হামলা


ইরাকের আল-তানফের কাছে আল-ওয়ালিদ বিমান ঘাঁটিতে সামরিক যান। ১৮ই জানুয়ারি, ২০২১, ছবি-রয়টার্স/জন ডেভিসন
ইরাকের আল-তানফের কাছে আল-ওয়ালিদ বিমান ঘাঁটিতে সামরিক যান। ১৮ই জানুয়ারি, ২০২১, ছবি-রয়টার্স/জন ডেভিসন

যুক্তরাষ্ট্রের ব্যবহৃত দক্ষিণ সিরিয়ার একটি তল্লাশি চৌকিতে বুধবার সন্দেহজনক ড্রোন হামলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, কোনো আমেরিকান আহত বা নিহত হয়নি।

ইরাক ও জর্ডানের সীমান্তের কাছে সিরিয়ায় অবস্থিত আল-তানফ ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে।

ইসলামিক স্টেটকে পরাস্ত করার চেষ্টার অংশ হিসেবে এই ঘাঁটি স্থাপন করা হয়েছিল।

(এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এসেছে এপি, এএফপি এবং রয়টার্স থেকে)

XS
SM
MD
LG