প্রায় ৬০০ বছর পর পৃথিবীর মানুষের জন্য দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ দৃশ্যমান হচ্ছে। এই আংশিক চন্দ্রগ্রহণ এর ফলে বৃহস্পতিবার এবং শুক্রবার বিশাল সংখ্যক লোক চাঁদকে লাল রঙে স্নাত হতে দেখবেন।
মহাকাশীয় এ ঘটনায় চাঁদকে প্রায় সম্পূর্ণরূপে ছায়ায় নিক্ষিপ্ত হতে দেখা যাবে, যখন চাঁদ পৃথিবীর পিছনে চলে যাবে, তখন এর ৯৯ শতাংশের রং দেখাবে লাল।
পুরো উত্তর আমেরিকা, সেইসাথে দক্ষিণ আমেরিকা, পলিনেশিয়া, অস্ট্রেলিয়া এবং উত্তর-পূর্ব এশিয়ার কিছু অংশে এই দারুণ দৃশ্যটি দেখা যাবে।
গ্রহণ সঠিকভাবে শুরু হওয়ার মুহূর্ত থেকে চাঁদ পৃথিবীর ছায়ায় প্রবেশ করে এবং শেষ হওয়া পর্যন্ত ছায়ার আড়ালেই থাকে । এতে তিন ঘন্টা, ২৮ মিনিটেরও বেশি সময় লাগবে।
১৪৪০ সালের পর থেকে এটি দীর্ঘতম আংশিক গ্রহণ। সেই সময়ে জোহানেস গুটেনবার্গ তার মুদ্রণযন্ত্র আবিষ্কার করেছিলেন । সুদূর ভবিষ্যতে ২৬৬৯ সালের আগে পর্যন্ত এরকমটি আর দেখা যাবে না।