অ্যাকসেসিবিলিটি লিংক

ও আই সি ‘র নেতৃত্বে আফগানিস্তান বিষয়ে আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করবে পাকিস্তান 


সৌদি আরবের মক্কায় অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন এর ১৪তম ইসলামিক সম্মেলনের সময় আরব নেতাদের দেখা যাচ্ছে।
১লা জুন, ২০১৯, ছবি-বান্দার আলগালাউড/সৌদি রয়্যাল কোর্টের সৌজন্যে/রয়টার্স
সৌদি আরবের মক্কায় অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন এর ১৪তম ইসলামিক সম্মেলনের সময় আরব নেতাদের দেখা যাচ্ছে। ১লা জুন, ২০১৯, ছবি-বান্দার আলগালাউড/সৌদি রয়্যাল কোর্টের সৌজন্যে/রয়টার্স

পাকিস্তান শনিবার বলেছে যে তারা আফগানিস্তানে, মানবিক ও অর্থনৈতিক সংকট এড়াতে এই মাসের শেষের দিকে ইসলামিক দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে সম্মেলনের আয়োজন করবে।

পররাষ্ট্র মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, পূর্বাঞ্চলীয় শহর লাহোরে সংবাদদাতাদের বলেছেন যে ৫৭-জাতি বিশিষ্ট অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের এই বিশেষ বৈঠক, বর্তমান চেয়ারম্যান সৌদি আরবের অনুরোধে ১৯শে ডিসেম্বর ইসলামাবাদে আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেন, পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, বিশ্বব্যাংক এবং জাতিসংঘের সংশ্লিষ্ট ত্রাণ সংস্থার প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে।

কুরেশি বলেন, "সম্মেলনের আয়োজনের উদ্দেশ্য হ'ল মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা । এই সংকট আফগানিস্তান বা বৃহত্তর বিশ্বের স্বার্থের অনুকুলে নয় এবং এটি কেবল সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এড়ানো যায়,"।

তিনি বলেন, "আমরা আন্তর্জাতিক সংস্থানগুলিকে একত্রিত করার চেষ্টা করব কারণ সংকট এড়াতে আমাদের তাদের প্রয়োজন,"।

জাতিসংঘ অনুমান করেছে প্রায় দুই কোটিরও বেশী মানুষ, যা আফগানিস্তানের জনসংখ্যার অর্ধেকেরও বেশি, বছরের পর বছর যুদ্ধ, কঠিন খরা এবং প্রচন্ড দারিদ্র্যের কারণে তীব্র খাদ্য ঘাটতির সম্মুখীন হচ্ছে।

কুরেশি সতর্ক করে বলেন, "এই অবস্থায় আফগানিস্তানকে পরিত্যাগ করা একটি ঐতিহাসিক ভুল হবে," ৷ তিনি বলেন , "অস্থিতিশীলতা নতুন করে সংঘাতের পথ দেখাতে পারে, এর ফলে প্রতিবেশী দেশগুলি এবং পশ্চিমি দেশগুলোতেও শরণার্থীদের ঢল নামতে পারে,"।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার সরকার আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবানের একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলকেও ইসলামাবাদে ওআইসি বৈঠক ও সংশ্লিষ্ট সমাবেশে আমন্ত্রণ জানাবে।

XS
SM
MD
LG