অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন সংকট নিয়ে আগামী সপ্তাহে বাইডেন-পুতিন বৈঠক : ক্রেমলিন


এ বছরের জুন মাসে জেনিভায় ভিলা লা গ্রেঞ্জেতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কে একসাথে দেখা যাচ্ছে। ১৬ই জুন, ২০২১, ছবি- ডেনিস বালিবুস/এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে রুশ -ইউক্রেনিয়ান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে মঙ্গলবার আলোচনা হবার কথা আছে ।

ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ শনিবার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থাকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন, বলেছেন যে এটি মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউজ এই ঘোষণার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ক্রেমলিন বলেছে, রাশিয়ার সামরিক প্রস্তুতির বিষয়টি ছাড়াও বাইডেন এবং পুতিন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জুনে জেনেভা শীর্ষ সম্মেলনে উপনীত তাদের মধ্যকার চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা করবেন।

শুক্রবার, বাইডেন সংবাদদাতাদের বলেন যে তিনি এমন কিছু উদ্যোগ নিতে যাচ্ছেন যা রাশিয়ার জন্য ইউক্রেনের সীমান্তে পরিস্থিতি জোরদার করা খুব কঠিন করে তুলবে। বর্তমানে মস্কো সে জায়গায় কয়েক সপ্তাহ ধরে সৈন্য ও সরঞ্জাম বৃদ্ধি করছে।

ইউক্রেনের পূর্ব সীমান্তের পরিস্থিতি দেখে মনে হচ্ছে মস্কো তার প্রতিবেশীকে আক্রমণ করার পরিকল্পনা করছে। এই সপ্তাহে নেটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের মূল বিষয় ছিল রুশ আগ্রাসন, নেটো মহাসচিব জেনস স্টোলটেনবার্গ রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, উত্তেজনা বৃদ্ধি করলে চড়া মূল্য দিতে হবে।

মস্কো পাল্টা বলছে যে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন নিজেরাই আক্রমণ শুরু করতে পারে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তা এবং সংবাদপত্রের প্রাপ্ত একটি গোয়েন্দা নথির বরাত দিয়ে দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকা শুক্রবার জানিয়েছে যে রাশিয়া আগামী বছরের প্রথম দিকে ১ লক্ষ ৭৫ হাজার সৈন্য নিয়ে ইউক্রেনে একটি বহুমুখী আক্রমণের পরিকল্পনা করছে।

XS
SM
MD
LG