অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেন জলবায়ু পরিবর্তন রোধের লক্ষ্যে নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ছবি-এপি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ছবি-এপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যাতে ফেডারেল সরকারের স্কেল এবং ক্রয় ক্ষমতা ব্যবহার করে কার্বন নিরপেক্ষ করা যায়, এক দশকেরও কম সময়ে এর গ্রিনহাউস গ্যাস নির্গমন ৬৫ শতাংশ কমানো এবং সব যানবাহনে ইলেকট্রিক ব্যবস্থা করা যায়।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের প্রচেষ্টার অংশ হিসাবে এই আদেশটি সরকারি কর্মকান্ডে নির্গমন হ্রাস করবে।

বাইডেনের নির্দেশের জন্য প্রয়োজনীয় শর্ত হলো, সরকারী ভবনগুলি ২০৩০ সালের মধ্যে শতভাগ কার্বন দূষণমুক্ত বিদ্যুৎ ব্যবহার করা, ২০৩৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের গাড়িগুলো বৈদ্যুতিক হওয়া এবং ২০৫০ সালের মধ্যে পণ্য ও পরিষেবার জন্য সরকারি চুক্তিগুলি কার্বন-মুক্ত হওয়া৷

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, "যুক্তরাষ্ট্রের সরকার বিশ্বব্যাপী ক্লিন এনার্জি বা নবায়নযোগ্য শক্তির অর্থনীতিতে একটি শক্তিশালী উদাহরণ হিসেবে নেতৃত্ব দেবে এবং যেখানে ভাল বেতনের চাকরিও তৈরি করা হবে"।

এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য অ্যাসোসিয়েটেড প্রেস থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG