যুক্তরাষ্ট্র এবং অন্য তিনটি দেশ বৃহস্পতিবার সুদানের প্রধানমন্ত্রী হিসাবে আবদাল্লা হামডোককে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য একটি রাজনৈতিক চুক্তিকে উত্সাহিত করেছে।
২৫শে অক্টোবরের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এবং প্রায় চার সপ্তাহ গৃহবন্দী থাকার পর হামদোককে ক্ষমতায় ফিরিয়ে আনতে সুদানের সামরিক নেতারা ২১শে নভেম্বর বেসামরিক রাজনৈতিক শক্তির সাথে একটি চুক্তি করেন।
এই চুক্তিটি হামদোককে ২০২৩ সাল পর্যন্ত একটি অন্তরবর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রদান করেছে। আশা করা হচ্ছে এই সরকার ২০২৩ সাল পর্যন্ত সামরিক বাহিনীর সঙ্গে ক্ষমতা ভাগ করে টিকে থাকবে।
প্রধান রাজনৈতিক দলের সদস্যরা এবং সুদানের প্রভাবশালী প্রতিবাদ আন্দোলন, এ চুক্তির বিরোধিতা করেছে, কেউ কেউ এটিকে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছে।
নভেম্বরের চুক্তিটি ২০১৯ সালে ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করার পরে সামরিক এবং বেসামরিক রাজনৈতিক শক্তির মধ্যে পূর্বের একটি চুক্তির উপর ভিত্তি করে করা হয়েছে, যখন তারা নির্বাচন পর্যন্ত ক্ষমতা ভাগাভাগি করতে সম্মত হয়েছিল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, চুক্তিটি হবার কয়েকদিন পরেই খার্তুম এবং অন্যান্য শহরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। নভেম্বরের শেষের দিকে, অভ্যুত্থানের পর থেকে দেশব্যাপী বিক্ষোভ চলাকালীন দেশটির নিরাপত্তা বাহিনী কর্তৃক অত্যধিক বল প্রয়োগে অন্তত ৪০ জন নিরস্ত্র বিক্ষোভকারী নিহত হয়েছে।
যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ব্রিটেন একটি যৌথ বিবৃতিতে বলেছে, "আমরা স্বাক্ষরকারীদের রাজনৈতিক চুক্তিতে প্রদত্ত প্রতিশ্রুতি মেনে চলার আহ্বান জানাচ্ছি।" “এই ক্ষেত্রে আমরা রাজনৈতিক বন্দীদের সাম্প্রতিক মুক্তি এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য একটি তদন্ত কমিটি গঠনের প্রশংসা করি।
[এই প্রতিবেদনে কিছু তথ্য রয়টার্স থেকেও এসেছে]