শুক্রবার হিউমান রাইটস ওয়াচ একটি আশাব্যঞ্জক বিবৃতিতে বলেছে বিশ্বব্যাপী করোনাভাইরাস শিশুদের জীবনকেও বিপর্যস্ত করা সত্বেও, “ শিশুদের অগ্রগতির কিছু জায়গা আছে যেগুলো নিয়ে আমরা আনন্দ করতে পারি”।
হিউমান রাইটস ওয়াচের মতে শিশুদের শারিরীক ভাবে শাস্তি প্রদান নিষিদ্ধ করেছে এমন দেশের সংখ্যা এ বছর দক্ষিণ কোরিয়া এবং কলম্বিয়া যুক্ত হওয়ায় বেড়ে দাঁড়িয়েছে ৬৩ ‘তে । চল্লিশ বছর আগে মাত্র একটি দেশে এটা নিষিদ্ধ ছিল।
এই মানবাধিকার গোষ্ঠীটি আরও কিছু ইতিবাচক উন্নয়নের দিকে দৃষ্টিপাত করেন। নতুন একটি ম্যালেরিয়া টিকা সাব -সাহারা আফ্রিকায় প্রতি বছর হাজার হাজার শিশুর জীবন রক্ষা করতে পারবে। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনকে ম্যালেরিয়া মুক্ত বলে ঘোষণা দিয়েছে। হিউমান রাইটস ওয়াচ বলছে এই এশীয় দেশটিতে এক সময়ে , “ বছরে তিন কোটি লোক ম্যালেরিয়ায় আক্রান্ত হতো”।
সংগঠনটি বলছে বিশ্বে শিশু মৃত্যুর হার এ বছর ও কমে আসছে , “ ২০২০ সাল থেকে ২ শতাংশ করে কমে আছে এবং ২০০০ সালের তূলনায় এটি প্রায় অর্ধেকে নেমে এসেছে”।
তানজানিয়ায় কিশোরি মায়েদের রাষ্ট্রয় স্কুলে যাবার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এই বৈষম্যমূলক নিষেধাজ্ঝার কারণে তানজানিয়া অনেক দেশের কাছেই সমালোচিত হয়েছে। এ দিকে বাল্য বিবাহ নিষিদ্ধ করে এ বছর ডমিনিকান রিপাবলিক এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও রোড আইল্যান্ডে আইন পাশ করা হয়েছে।
মানবাধিকার গোষ্ঠিটি আরও জানায় আরও ছ ‘টি দেশ- আলজেরিয়া, মেক্সিকো, নামিবিয়া , তিমোর-লেস্তে এবং টগো সেইফ স্কুলস ডিকলারেশন বিষয়ের ঘোষণাটি অনুসমর্থন করেছে । এই ঘোষণা স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলোকে সামরিক ব্যবহার থেকে মুক্ত রাখে। হিউমান রাইটস ওয়াচ জানিয়েছে যারা এই ঘোষণাকে আগে সমর্থণ জানিয়েছে সে সব দেশে বিদ্যাপীঠের সামরিক ব্যবহার ৫০ শতাংশ কমে গেছে।
হিউমান রাইটস ওয়াচ বলেছে এ বছর আফ্রিকায়, “ মালিতে সশস্ত্র গোষ্ঠীগুলির একটি জোট , জাতিসংঘের একটি কর্মপরিকল্পনায় স্বাক্ষর করে যাতে সশস্ত্র সংঘাতের সময়ে শিশু সৈন্যদের ব্যবহার করা এবং শিশুদের বিরুদ্ধে অন্য যে কোন রকম নির্যাতন বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে”।
হিউমান রাইটস ওয়াচ আরও বলেছে এ বিশ্বের ৮৪টি দেশের ৪৫ হাজারেরও বেশি আটক শিশুদের মুক্তি দেওয়া হয়েছে।