অ্যাকসেসিবিলিটি লিংক

রানী এলিজাবেথ বড়দিনে প্রয়াত স্বামী ও পরিবারকে স্মরণ করেছেন


এই ছবিতে, ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসেলে তার বার্ষিক ক্রিসমাস সম্প্রচার রেকর্ড করছেন। বৃহস্পতিবার, ২৩শে ডিসেম্বর, ২০২১, ছবি-এপি

ব্রিটেনের রানী এলিজাবেথ শনিবার তার স্বামী প্রিন্স ফিলিপকে হারানোর কথা বলেন। জাতির কাছে একটি ব্যতিক্রমী ব্যক্তিগত খ্রীষ্টমাস বার্তায় তিনি তার স্বামীর চোখের সেই "দুষ্টু ঝলক" এর কথা স্মরণ করেছেন।

৯৫ বছর বয়সী রানী এলিজাবেথ বলেন যে বড়দিন অনেকের জন্য আনন্দের, তবে যারা প্রিয়জনকে হারিয়েছে তাদের জন্য এটি কঠিন সময় । বিশেষত এই বছর তিনি তা অনুধাবন করেছেন যখন বিয়ের ৭৩ বছর পর ৯৯ বছর বয়সী ফিলিপকে হারিয়েছেন।

প্রয়াত স্বামীকে স্মরণ করে তিনি বলেন, "তার সেবা, বৌদ্ধিক অনুসন্ধিত্সা এবং যে কোনও পরিস্থিতি থেকে মজা নেওয়ার ক্ষমতা সবই ছিল অদম্য"।

রানী বলেন যে তিনি জানতেন ফিলিপ চাইবে তার পরিবার বড়দিনের উত্সব উপভোগ করুক এবং তার "পরিচিত হাসির" অনুপস্থিতি সত্ত্বেও তারা যেন আনন্দের সাথে তা উপভোগ করে।

তার বার্তায়, তিনি তার আসন্ন প্ল্যাটিনাম জুবিলি বছরের কথাও বলেছেন, যা ফেব্রুয়ারিতে শুরু হবে এবং সিংহাসনে তার ৭০ বছর পূর্ণ হবে৷ তিনি ব্রিটিশ ইতিহাসে দীর্ঘতম সময়ে সিংহাসনে আসীন রানী। ২০১৫ সালেই তিনি তার প্রপিতামহী রানী ভিক্টোরিয়া রাজত্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছেন।

XS
SM
MD
LG