বিশাল কুমার ঝা, শ্বেতা সিং এবং মায়াঙ্ক রাওয়াত। 'বুল্লি বাই' মামলায় এই তিনজনকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ। বৃহস্পতিবার তাদের জামিন দিতে অস্বীকৃতি জানাল মুম্বাইয়ের এক আদালত । চলতি সপ্তাহের শুরুতে মুম্বই পুলিশের সাইবার সেল তিনজনের জামিনের আবেদনের বিরোধিতা করে। তারা জানায়, অভিযুক্তরা 'সুল্লি ডিলস অ্যাপ' মামলাতেও অভিযুক্ত।
জানুয়ারির শুরুতে 'বুল্লি বাই' অ্যাপ নিয়ে রীতিমত হইচই শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। ওই অ্যাপে মুসলিম মহিলাদের ছবি দিয়ে অনলাইনে ভুয়া নিলামের আয়োজন করা হয়েছিল। একবছর আগে 'সুল্লি ডিলস' নামে ওই ধরনের এর একটি অ্যাপ নিয়ে হইচই হয়। 'বুল্লি বাই' অ্যাপে কয়েকশ মুসলিম মহিলার ছবি দেওয়া হয়েছিল। তাদের কারও কাছে ছবি প্রকাশের অনুমতি নেওয়া হয়নি। ওই মহিলাদের অপমান করার জন্যই অ্যাপে তাদের ছবি দেওয়া হয়েছিল।
ওই মামলায় পুলিশ এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে। বিশাল কুমার ঝা গ্রেফতার হয়েছেন বেঙ্গালুরু থেকে। উত্তরাখণ্ড থেকে গ্রেফতার হয়েছেন শ্বেতা সিং ও মায়াঙ্ক রাওয়াল। আসামের জোরহাট থেকে গ্রেফতার হয়েছেন নীরজ বিষ্ণোই। বৃহস্পতিবার ওড়িশা থেকে আরও একজন গ্রেফতার হয়েছেন। তার নাম নীরজ সিং। তার এমবিএ ডিগ্রি আছে। অভিযোগ, বিতর্কিত অ্যাপ বানানোর পিছনে মূল চক্রী তিনিই। নীরজ বিষ্ণোইয়ের সঙ্গে তার বন্ধু ওঙ্কারেশ্বর ঠাকুরও গ্রেফতার হয়েছেন। অভিযোগ, তিনি 'সুল্লি ডিলস' অ্যাপ বানিয়েছিলেন। তাকে বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করেছিল মুম্বই পুলিশ। আদালত তাঁকে ২৭ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।