১৯ বছর বয়সী পাইলট জারা রাদারফোর্ড হচ্ছেন সবচেয়ে কম বয়সী নারী যিনি বৃহস্পতিবার বেলজিয়ামের কর্ট্রিজকে অবতরণ করে আনুষ্ঠানিকভাবে এককভাবে বিশ্ব প্রদক্ষিণ করেছেন।
এই বেলজিয়ান-ব্রিটিশ তরুণী তার একক আসন বিশিষ্ট শার্ক আল্ট্রালাইট বিমানে করে অবতরণ করেন। প্রচুর দর্শনার্থী উল্লসিত হয়ে হর্ণ বাজিয়ে তাকে স্বাগত জানাতে সেখানে জড়ো হয়। রাদারফোর্ড মূলত ১৫৫ দিন আগে ১৮ই আগস্ট কর্ট্রিজক থেকে যাত্রা করেছিলেন ।
তিনি ককপিট থেকে বেরিয়ে আসার সাথে সাথে, তার পিতামাতা এবং ভাইকে আলিঙ্গন করেন এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস থেকে তার কৃতিত্বের প্রত্যায়িত একটি প্রশংসাপত্রের ফ্রেমযুক্ত কপি তাঁকে প্রদান করা হয়।
পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের ৫১০০ কিলোমিটারের এই যাত্রায় তিনি ৫২টি দেশ এবং পাঁচটি মহাদেশ অতিক্রম করেছেন। বিশ্ব-পরিক্রমায় ফ্লাইটের মানদণ্ড পূরণ করতে, রাদারফোর্ড বিশ্বে একে অপরের বিপরীতে দুটি পয়েন্ট স্পর্শ করেছেন: ইন্দোনেশিয়ার জাম্বি এবং কলম্বিয়ার তুমাকো।
এই ভ্রমণ আরও চ্যালেঞ্জিং ছিল কারণ তিনি ফ্লাইট ইন্সট্রুমেন্ট বা চাপযুক্ত কেবিনের সাহায্য ছাড়াই উড়েছিলেন।
রাদারফোর্ড তার যাত্রার শেষ ধাপে সংবাদদাতাদের বলেন - জার্মানির ফ্রাঙ্কফুর্টের কাছে একটি ছোট এয়ারস্ট্রিপ থেকে, যেখানে তিনি বুধবার কর্ট্রিজক এয়ারস্ট্রিপে অবতরণ করেছিলেন, সেখানটায় বৃষ্টি এবং তুষারপাতের কারণে কিছুটা জটিল অবস্থার সৃষ্টি হয়েছিল৷ রাদারফোর্ড বলেন যে তাকে কিছু উপত্যকার উপর ঘোরাঘুরি করতে হয়েছিল এবং তুষারপাত থামার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল।
কিন্তু রাদারফোর্ড বলেন যে তিনি বাড়িতে এসে আনন্দিত বোধ করছেন এবং একটি স্থানীয় দোকান থেকে তার প্রিয় স্যান্ডউইচ খাওয়ার অপেক্ষায় ছিলেন।
রাদারফোর্ড বলেন যে তার বড় লক্ষ্য এই অভিজ্ঞতা ব্যবহার করে অন্য নারীদেরকে উড়তে যেতে কিংবা বিজ্ঞান, প্রযুক্তি এবং গণিত "এবং অন্যান্য যে ক্ষেত্রগুলি নিয়ে তাঁরা হয়ত ভাবে না সে গুলো নিয়ে পড়াশোনা করতে তাদের উৎসাহিত করা ।
রাদারফোর্ড আগামী সেপ্টেম্বরে ব্রিটেন বা যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পরিকল্পনা করছেন৷
রাদারফোর্ড আমেরিকান বিমানচালক শায়েস্তা ওয়াইজের সেট করা রেকর্ড ভেঙেছেন, শায়েস্তা ওয়াইজ ৩০ বছর বয়সে ২০১৭ সালে এককভাবে বিশ্ব প্রদক্ষিণ করে সর্বকনিষ্ঠ নারী হিসেবে আগের রেকর্ডটি তৈরি করেছিলেন।
[[ এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে সরবরাহ করা হয়েছে ]]