অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে করোনায় মৃত্যু বাড়ছে


ঢাকার কড়াইল বস্তির পল্লীবন্ধু এরশাদ স্কুলে বস্তিবাসীরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার জন্য লাইনে অপেক্ষা করছেন। ১৬ নভেম্বর ২০২১।
ঢাকার কড়াইল বস্তির পল্লীবন্ধু এরশাদ স্কুলে বস্তিবাসীরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার জন্য লাইনে অপেক্ষা করছেন। ১৬ নভেম্বর ২০২১।

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) আরও ১৭ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছে আরও ৯ হাজার ৬১৪ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২০৯ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জনে পৌঁছেছে।

শনিবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৩১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে শনাক্তের হার ২৮ দশমিক ২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৬৮ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪৮২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৬ হাজার ৭৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৯৪ শতাংশ।

XS
SM
MD
LG