অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে সোমবার থেকে অর্ধেক জনবল দিয়ে চলবে সরকারি-বেসরকারি অফিস


করোনাভাইরসের সংক্রমণ রোধে মাস্ক পরে বাংলাদেশের শহর ছেড়ে গ্রামের দিকে যাচ্ছেন মানুষ। (ফাইল ফটো- মাহমুদ হোসেন অপু/এপি)

করোনা মহামারির বিস্তার রোধে বাংলাদেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সোমবার (২৪ জানুয়ারি) থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক কর্মী দিয়ে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিজ্ঞপ্তি অনুসারে, বাকি অর্ধেক কর্মী ভার্চ্যুয়ালি কাজ করবেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই সময়ের মধ্যে আদালতের কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

এর আগে শুক্রবার ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সরকার।

XS
SM
MD
LG