অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে বেড়েছে করোনা শনাক্তের হার–শনাক্ত ১৪৮২৮, মৃত্যু ১৫


করোনা সংক্রমণ রোধে বাংলাদেশে সতর্ক হয়ে চলাফেরা করছেন লোকজন। (ছবি- ইউএনবি)

বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে শনাক্তের হার বেড়েছে। ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) শনাক্ত হয়েছে আরও ১৪ হাজার ৮২৮ জনের এবং মারা গেছেন ১৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জনে পৌঁছেছে। এ ছাড়া মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২৩৮ জনে।

সোমবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৮০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৬৬ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৯৯৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৬৪ শতাংশ।

XS
SM
MD
LG