অস্ট্রেলিয়ান ওপেন প্রতিযোগিতায় চীনের টেনিস খেলোয়াড় পেং শুয়াই'র প্রতি সমর্থন জানিয়ে টি শার্ট পরা একজন দর্শককে অপসারণের পর যে বিধিনিষেধ জারি করা হয়েছিল, আন্তর্জাতিক প্রতিক্রিয়ার পর তা সংশোধন করা হয়।
সক্রিয়বাদীরা শনিবার অস্ট্রেলিয়ান ওপেন মহিলা ফাইনাল প্রতিযোগিতায় "পেং শুয়াই কোথায়" এমন লেখা সম্বলিত শত শত শার্ট বিতরণ করার পরিকল্পনা করছে, এমন খবরের পর বার্তাটি পরিষ্কার হয়ে যায়।
অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্ট'র পরিচালক, ক্রেইগ টাইলি এসোসিয়েটেড প্রেস মাধ্যমকে জানান যতক্ষণ তারা বড় গ্ৰুপে সমবেত না হচ্ছেন বা অন্য দর্শকদের জন্য কোনো বিঘ্ন না ঘটাচ্ছেন, লোকজন মেলবোর্ন পার্কে ঐ শার্ট পরতেই পারেন।
তিনি বলেন, "আমরা অগ্রিম টিকেট বিক্রি করতে পারি না, যখন মানুষ আসবে এবং বড় কোনো গ্ৰুপের উপস্থিতিতে অনিরাপদ বোধ করবে, যারা এই টুর্নামেন্টকে তাদের যেকোনো মতামত প্রকাশের জন্য প্লাটফর্ম হিসাবে ব্যবহার করছে "। টেনিস অস্ট্রেলিয়া প্রাথমিকভাবে জানিয়েছিল যে ঐ পোশাক "রাজনৈতিক বার্তা দেয়া" সংক্রান্ত তাদের বিধি ভঙ্গ করে।
পরে টেনিস অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায় তারা এখন বুঝতে পেরেছে যে,"লোকজনের বিভিন্ন ইস্যুতে দৃঢ় ব্যক্তিগত ও রাজনৈতিক মতামত রয়েছে"।
প্রতিবেদনে জানানো হয়, "পেং শুয়াই'র নিরাপত্তা আমাদের মুখ্য উদ্বেগ। আমরা ডাব্লিউটিএ এবং বিশ্ব টেনিস সম্প্রদায়ের সঙ্গে তার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের যথাসাধ্য করবো। উপযুক্ত চ্যানেলের মাধ্যমে আমাদের প্রয়াস চলমান রয়েছে"।
পেং শুয়াই জনগণের দৃষ্টি থেকে প্রায় সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেলে চীন আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে। নভেম্বর মাসে সামাজিক মাধ্যমের পোস্টে তিনি জানান যে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির একজন সাবেক সদস্য কর্তৃক তিনি যৌন নিপীড়নের শিকার হয়েছেন।
চীনের প্রাক্তন ভাইস প্রিমিয়ার জাঙ্গ গাওলি'র বিরুদ্ধে তার অভিযোগ নভেম্বরের শুরুতে দ্রুত অপসারণের আগে স্বল্প কালের জন্য তার নিজের উইবো অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। তার পোস্টের স্ক্রিন-শট ইন্টারনেট-জুড়ে শেয়ার করা হয় এবং পেংয়ের নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয় ।