পেশাদার ফুটবলার মোস্তফা মোহাম্মদ সেজে তার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ নিতে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন এক যুবক ! মোস্তফা মোহাম্মদ বর্তমানে আফ্রিকা কাপ অফ নেশনসে মিশরের হয়ে খেলছেন বলে স্টেট মিডিয়া জানায়। সেই প্রতারণাকারীকে গ্রেফতার করা হয়েছে।
২৪ বছর বয়সী মোহাম্মদ মিশরের জাতীয় টিমের হয়ে ক্যামেরুনে খেলতে গেছেন । একই সময়ে দেশে জাতীয় পরীক্ষা চলছিল।
তুর্কির গালাতাসারি দলের ফরোয়ার্ড মোহাম্মদ কায়রো ইন্সটিটিউশনে নিবন্ধিত ছাত্র। কিন্তু ক্যাম্পাসের একজন কর্মকর্তা খেয়াল করেন যে, মোহাম্মদের জায়গায় অন্য একজন পরীক্ষা দিচ্ছে । তাই তিনি একটি আইনী অভিযোগ দাখিল করেন।
প্রতারণাকারীর পরিচয় এখনো জানা যায়নি। স্টেট মিডিয়া তার বরাত দিয়ে জানায়, সে “একজন বন্ধুকে সাহায্য করছিল মাত্র” এবং “ইতোমধ্যে সে মোস্তফা মোহাম্মদের জায়গায় তিনটি পরীক্ষায় অংশগ্রহণ করে ফেলেছে”।
আরব বিশ্বের সবচেয়ে জনবহুল জাতি, ফুটবল পাগল মিশরের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে ঠাট্টায় মেতে উঠেছে।
একজন টুইটার ব্যবহারকারী এটিকে “বিংশ এবং একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বেকুবের মতো অপরাধ” বলে আখ্যা দিয়ে বলেছেন, “দেশজুড়ে লাখ লাখ মিশরীয় ফুটবল অনুসারী জানে যে, মোস্তফা মোহাম্মদ ক্যামেরুনে আছেন”।
ফুটবলার নিজে লোকটিকে তার জায়গায় পরীক্ষা দিতে বলেছেন কিনা অথবা এর শাস্তি কী হবে এসব বিষয়ে এখনো কিছু জানা যায়নি।