অ্যাকসেসিবিলিটি লিংক

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৫ জনের, শনাক্তের হার ৩১.৯৮


মাস্ক ছাড়া বাইরে যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিতে হচ্ছে একজন পথচারিকে। (ছবি- মুনির উজ জামান/ এএফপি)
মাস্ক ছাড়া বাইরে যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিতে হচ্ছে একজন পথচারিকে। (ছবি- মুনির উজ জামান/ এএফপি)

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এই সময় শনাক্ত হয়েছে আরও ১৫ হাজার ৮০৭ জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২৮৮ জনে। শনাক্তের হার ৩১.৯৮ শতাংশ।

বৃহস্পতিবার দেশের স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৪২৫ টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে মোট শনাক্তের সংখ্যা ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জনে পৌঁছেছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৬২ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৩৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৪৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৪ শতাংশ।

XS
SM
MD
LG