অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে ইস্পাত কারখানায় বিস্ফোরণে শ্রমিক নিহত


সীতাকুণ্ডের জিপিএইচ ইস্পাত কারখানা। (ছবি- ইউএনবি)
সীতাকুণ্ডের জিপিএইচ ইস্পাত কারখানা। (ছবি- ইউএনবি)

চট্টগ্রামের সীতাকুণ্ডের জিপিএইচ ইস্পাত কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রঞ্জিত দাস (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার কুমিরা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত রঞ্জিত দাশ উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার জেলে পাড়ার রাখাল সাধুর বাড়ির শ্রীদাম দাসের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম। তিনি জানান, জিপিএইচ ইস্পাত লিমিটেডের রড তৈরি কারখানার ভিতর গ্যাস দিয়ে স্ক্র্যাপ লোহা কাটার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে বিস্ফোরিত হলে মুহুর্তেই ছিন্নভিন্ন হয়ে যায় শ্রমিক রঞ্জিত দাশের দেহ। লাশটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২২ সেপ্টেম্বর কারখানাটিতে গলানো উত্তপ্ত লোহার লাভা গায়ে পড়ে এক ভারতীয় শ্রমিকসহ সাতজন দগ্ধ হয়েছিল।

XS
SM
MD
LG