অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার সাথে দ্বন্দ্ব নিরসনে অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে ইউক্রেন


ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলে রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের এলাকার কিছু দূরে সেনা এ্যাম্বুলেন্সের পাশে দাঁড়িয়ে ইউক্রেনিয়ান সেনাবাহিনীর একজন স্বাস্থ্য কর্মী। জানুয়ারি ২৬, ২০২২। (ছবি- রয়টার্স)

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দ্যমিত্র কুলেবা বৃহস্পতিবার বলেন যে, ইউক্রেন কোন আক্রমণ পরিকল্পনা করছে না। তিনি আশা প্রকাশ করেন যে, রাশিয়া-ইউক্রেন সীমান্তে সঙ্কট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চালু থাকবে।

এক সংবাদ সম্মেলনে কুলেবা বলেন, “[একটি] কূটনৈতিক পথ অবলম্বন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং সংঘাতের [একটি] কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে রাশিয়ার সাথে বিভিন্ন স্তরে আমরা আলাপ করতে প্রস্তুত”। “তবে, রাশিয়া যদি যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরাও পাল্টা যুদ্ধ করব। এটা আমাদের দেশ এবং আমরা এই দেশ রক্ষা করব”।

বুধবার প্যারিসে ইউক্রেন, রাশিয়া, ফ্রান্স ও জার্মানী বৈঠক করে এবং বার্লিনে আরেক দফা বৈঠকের বিষয়ে সম্মত হয়।

কুলেবা সংবাদকর্মীদের বলেন, “খারাপ সংবাদ হল যে কিছুই বদলায়নি। ভাল সংবাদ হল যে উপদেষ্টারা দুই সপ্তাহ পর বার্লিনে আবারও দেখা করতে সম্মত হয়েছেন, যার মানে হল যে সামনের দুই সপ্তাহ রাশিয়ার কূটনৈতিক পথে অগ্রসর হওয়ার সম্ভাবনাই বেশি।”

বৃহস্পতিবার রাশিয়া জানায় যে, নিরাপত্তা বিষয়ে তাদের প্রধান দাবিগুলোর ব্যাপারে যুক্তরাষ্ট্র সাড়া দেয়নি। সশস্ত্র সংঘাত অ্যাড়ানোর আরেকটি অংশ হিসেবে রাশিয়া একটি চিঠির মাধ্যমে এই দাবিগুলো জানিয়েছিল।

মস্কোর নিরাপত্তা দাবিগুলোর মধ্যে নেটো’র পূর্বমূখী সম্প্রসারণ স্থগিতের দাবি রয়েছে। বিশেষ করে ইউক্রেন ও জর্জিয়াতে সম্প্রসারণ বন্ধের দাবি করা হয়। এছাড়াও পূর্ব ইউরোপে নেটো সৈন্যসংখ্যা কমানোরও দাবি করা হয়।

তবে, যুক্তরাষ্ট্র ঐ দাবিগুলোকে আলোচনা শুরুর পথে বাধা হিসেবে দাবি করে তা প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র পাল্টা দাবি করে যাতে রাশিয়া ইউক্রেনের সীমান্ত থেকে তাদের সামরিক বাহিনী প্রত্যাহার করে নেয়। পরিবর্তে যুক্তরাষ্ট্র সামরিক মহড়া, স্বচ্ছতা, ক্ষেপণাস্ত্র স্থাপনের জায়গা নির্ধারণের বিষয়ে আলোচনার প্রস্তাব করে।

XS
SM
MD
LG