ইউক্রেনের ন্যাশনাল গার্ডের একজন সদস্য বৃহস্পতিবার তার সহযোগী সৈন্যদের উপর গুলি চালায়, এতে পাঁচজন নিহত এবং আরও পাঁচজন আহত হয় বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রক । সেই সৈন্যকে পুলিশ আটক করেছে তবে তার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।
বৃহস্পতিবার সকালে কিয়েভ থেকে ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) দক্ষিণ-পূর্বে ডিনিপ্রো শহরে এই ঘটনা ঘটে। ২০ বছর বয়সী আর্টেমি রিয়াবচুক নামে কর্তৃপক্ষের দ্বারা চিহ্নিত সৈনিক একটি সামরিক কারখানায় প্রহরার দায়িত্বে ছিলো এবং সে তার সহকর্মীদের উপর গুলি চালিয়ে সাথে সাথে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
চারজন সৈন্য ও একজন বেসামরিক লোক মারা যায় এবং আরো পাঁচজন আহত হয়। গুলি চালানোর পরপরই পুলিশ রিয়াবচুককে আটক করে। কী কারণে সে গুলি চালায় তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কর্তৃপক্ষের কাছে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও বিশ্লেষণের দাবি জানিয়েছেন।
তিনি বলেন,"আমি আশা করি যে আইন প্রয়োগকারীরা অপরাধের সমস্ত পরিস্থিতি সম্পর্কে জনসাধারণকে সম্পূর্ণরূপে অবহিত করবে। হত্যাকারীর উদ্দেশ্য, কীভাবে গুলি চালানো সম্ভব হল - সবকিছু যতটা সম্ভব পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা উচিত,"।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পটভূমিতে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। মস্কো ইউক্রেনের সাথে তার সীমানার কাছে আনুমানিক১০০,০০০ সৈন্য মোতায়ন করেছে। আশঙ্কা করা হচ্ছে যে রাশিয়ার এই ধরনের সেনা মোতায়ন, তার প্রাক্তন সোভিয়েত প্রতিবেশী দেশ ইউক্রেনকে আক্রমণ করার পরিকল্পনার ইঙ্গিত দিতে পারে।