অ্যাকসেসিবিলিটি লিংক

জুফ্রের আনা  মামলাটি আবারও খারিজ করানোর চেষ্টা করছেন প্রিন্স অ্যান্ড্রু 


ফটো ফাইলঃ ২৭শে আগস্ট ২০১৯ - ভার্জিনিয়া জুফ্রে নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতের বাইরে সংবাদ সম্মেলন বলেছেন যে যৌন অপরাধী জেফরি এপস্টিন তাকে পাচার করেছিল
ফটো ফাইলঃ ২৭শে আগস্ট ২০১৯ - ভার্জিনিয়া জুফ্রে নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতের বাইরে সংবাদ সম্মেলন বলেছেন যে যৌন অপরাধী জেফরি এপস্টিন তাকে পাচার করেছিল

প্রিন্স অ্যান্ড্রুর আইনজীবীরা বুধবার যুক্তরাস্ট্রের একটি আদালতে তার বিরুদ্ধে আনিত যৌন নিপীড়নের অভিযোগের মামলাটি আবারও একাধিক আইনি সুরক্ষার উদ্ধৃতি দিয়ে খারিজ করার জন্য অনুরোধ করেছেন।

এ গুলোর মধ্যে রয়েছে , যেমন আইনজীবীরা বলেছিলেন যে প্রিন্স অ্যান্ড্রু এবং ভার্জিনিয়া জুফ্রের মধ্যে যদি কোনও যৌন সম্পর্ক ঘটে থাকে তবে তা ছিল সম্মতিপূর্ণ।

আদালতের ফাইলে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে অ্যান্ড্রু, জুফ্রের সাথে যৌন সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে এও বলা হচ্ছে যে মামলাটি যদি খারিজ না করা হয় তবে বিবাদীপক্ষ বিচারে যেতে চায় যেখানে জুফ্রে যে নির্যাতনের দাবী করেছেন তা “সম্মতির নিয়ম অনুযায়ী প্রযোজ্য নয়”।

জুফ্রের প্রতিনিধিত্বকারী অ্যাটর্নি ডেভিড বোইস একটি বিবৃতিতে জোর দিয়ে বলেছেন যে "অ্যান্ড্রুর বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে সে সব অ্যান্ড্রু ক্রমাগত অস্বীকার করে আসছেন এবং বলে আসছেন যে তিনি এ সবের কিছুই জানেন না বা এ তথ্য তার জানা নেইএবং যেকোন ভাবে জুফ্রীর উপরেই দোষা চাপানোর চেষ্টা করছেন।

ম্যানহাটনের ফেডারেল আদালতে বিবাদীপক্ষের অনুরোধটি দায়ের করা হয় যেখানে আগস্ট মাসে জুফ্রে অ্যান্ড্রুর বিরুদ্ধে মামলা করেছেন। এই আমেরিকান নাগরিক অভিযোগ করেছিলেন যে ব্রিটিশ রাজ পরিবারের এই সদস্য ১৭ বছর বয়সে তাকে যৌন নিপীড়ন করেন যখন তিনি ফাইন্যান্সার জেফরি এপস্টাইনের সাথে ভ্রমণে যান।

অ্যান্ড্রু কঠোরভাবে জিউফ্রের অভিযোগ অস্বীকার করেছেন এবং মামলাটি বাতিল করানোর চেষ্টা করেছিলেন।

XS
SM
MD
LG