অ্যাকসেসিবিলিটি লিংক

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২০ জনের, শনাক্ত ৩৩.৩৭ শতাংশ


ঢাকার একটি রাস্তায় রিকশায় মাস্ক ছাড়া এক ব্যক্তির সঙ্গে একজন পুলিশ সদস্য কথা বলছেন। ১৩ জানুয়ারি ২০২২। (ছবি-এএফপি/মুনির উজ জামান)
ঢাকার একটি রাস্তায় রিকশায় মাস্ক ছাড়া এক ব্যক্তির সঙ্গে একজন পুলিশ সদস্য কথা বলছেন। ১৩ জানুয়ারি ২০২২। (ছবি-এএফপি/মুনির উজ জামান)

বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এই সময় শনাক্ত হয়েছে আরও ১৫ হাজার ৪৪০ জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০৮ জনে। এছাড়া মোট শনাক্ত হয়েছে ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৩.৩৭ শতাংশ।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৬১ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৩২৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৩৬৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৬৩ শতাংশ।

XS
SM
MD
LG