অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর


এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:22 0:00

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে বলে 'স্পষ্ট সম্ভাবনা' রয়েছে। বাইডেন জেলেন্সকির সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সমর্থনের বিষয়ে আশ্বস্ত করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, উদারপন্থী বিচারপতি স্টিভেন ব্রায়ারের অবসর গ্রহণের ঘোষণার পর তিনি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের আজীবন পদের জন্য প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারক মনোনীত করে তার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করবেন।

নতুন এক গবেষণায় দেখা গেছে গ্যাসের চুলার কারণে বৈশ্বিক উষ্ণানায়ন আরও বাড়ছে আগে যা ভাবা হয়েছিল এর পরিমাণ তার চেয়েও বেশী কারণ বন্ধ অবস্থায় চুলোগুলো থেকে অত্যন্ত ক্ষুদ্র পরিমাণ মিথেন বেরুতে থাকে। গবেষণায় বাড়ির ভেতরের নাইট্রোজেন অক্সাইডের মাত্রার কারণে অভ্যন্তরীণ বায়ুর গুণগত মান এবং স্বাস্থ্য সম্পর্কে নতুন উদ্বেগ দেখা দিয়েছে।

XS
SM
MD
LG