অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু–শনাক্ত ১৩ হাজার ৫০১


করোনাভাইরাস প্রতিরোধে সতর্ক বাংলাদেশের মানুষ। (ছবি- ইউএনবি)
করোনাভাইরাস প্রতিরোধে সতর্ক বাংলাদেশের মানুষ। (ছবি- ইউএনবি)

বাংলাদেশে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটিই বেড়েছে। মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এই সময় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও ১৩ হাজার ৫০১ জনের। এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯৪ জনে। এর আগে রবিবার করোনায় ৩৪ জনের মৃত্যু হয়েছিল।

সোমবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৩৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে মোট শনাক্তের সংখ্যা ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জনে পৌঁছেছে। এ সময় শনাক্তের হার ২৯.৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৫৮ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫৬৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ১৭ শতাংশ।

করোনা সংক্রমণ রোধে বাগেরহাট জেলায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বাগেরহাট জেলায় করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় জেলায় সব ধরনের সভা, সমাবেশ, সামজিক অনুষ্ঠান এবং জনসভাবেশ নিষিদ্ধ করা হয়েছে। জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

তিনি বলেন, “জেলায় করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় সব ধরনের সভা, সমাবেশ, ধর্মীয়, রাজনৈতিক এবং জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত জেলার সর্বত্রই এই নির্দেশনা বহাল থাকবে।”

তিনি বলেন, “জেলার সর্বত্রই ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় প্রবেশদারে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে। নো-মাস্ক নো-সর্ভিস শতভাগ বাস্তবায়ন করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।”

এদিকে বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার শতকরা ৩৯.৮৬ শতাংশ। এই সময়ে জেলায় ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৭ হাজার ৪২১ জন। এ ছাড়া এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ১৪৪ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৯৪২ জন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ জানান, বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ৩৯ দশমিক ৮৬ শতাংশ। জেলায় ভ্যাকসিন কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলা সদর হাসপাতালসহ ২৪টি কেন্দ্রে প্রতিদিন গড়ে ১২ হাজারের ওপরে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

XS
SM
MD
LG