অ্যাকসেসিবিলিটি লিংক

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক


হাতকড়া
হাতকড়া

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। রবিবার (৩০ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের গুলবাগ নতুনপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত শামীমা খাতুন সাথী (২৩) দিনাজপুর জেলার পারবর্তীপুর উপজেলার পুরাতন বাজার রেল কলোনির মৃত শহিদুল হকের মেয়ে। আটক স্বামী শাহিন আলী (২৩) জেলার শিবগঞ্জ উপজেলার চরপাকা শ্যামপুর এলাকার বাবুল হকের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, জেলা শহরের গুলবাগ নতুনপাড়া এলাকায় সাইফুল ইসলাম মাসুদের ভাড়াটিয়া শাহিন আলী তার স্ত্রী শামীমা খাতুন সাথীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। রবিবার রাত সোয়া ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে এমন খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার এবং এ ঘটনায় অভিযুক্ত শাহিনকে আটক করেন।

ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা যায় পারিবারিক কলহের জের ধরে রবিবার শাহিন তার স্ত্রী শামীমাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

XS
SM
MD
LG